ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ১০২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৬৯৭ বারে ২৪ লাখ ৯৪ হাজার ৩৮৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৬১ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৫৪ শতাংশ।
আজ কোম্পানিটি সর্বশেষ ৪০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ২২২ বারে ৫৪ লাখ ৪৬ হাজার ৫৮২টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইলের ৪ টাকা ৪০ পয়সা বা ৬.১১ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, সাফকো স্পিনিং, আলিফ ম্যানুফ্যাকচারিং, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডেভেলপমেন্ট কোম্পানি, আমান ফিড ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আরএম/