শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ফার্মা এইডসের শেয়ার দর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার,১৩ নভেম্বর শতাংশ হিসাবে সবচেয়ে বেশি বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ,ডিএসই জানা গেছে, সোমবার কোম্পানিটির শেয়ার দর ২৮৪.৫০ টাকা থেকে বেড়ে দাড়িয়েছে ৩০৮.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৩.৬০ টাকা বা ৮.২৯ শতাংশ। এ কারণেই কোম্পানিটি ডিএসইর টপটেনে দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেকের ৮.২৪ শতাংশ, রেকিট বেনকিজারের ৬.২৪ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩৯ শতাংশ, গ্রামীণ ফোনের ৪.২৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৪.১৮ শতাংশ, এবি ব্যাংকের ৩.৯৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩.৬৮ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টেসের ৩.৬৪ শতাংশ এবং এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ৩.৪৪ শতাংশ বেড়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ১৩ নভেম্বর ২০১৭