ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মঙ্গলবার দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে উত্তরা ব্যাংক।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের দিনের চেয়ে শেয়ার দর ৮ দশমিক ৮৫ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৭৭ বারে ১২ লাখ ৪৫ হাজার ১৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮০ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮৪৬ বারে ৩৯ লাখ ১৩ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার টাকা।
ডাচ-বাংলা ব্যাংক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৭ শতাংশ বা ৫ টাকা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৩৫ বারে ৭ লাখ ৬৬ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩০ লাখ ৬৬ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- ফনিক্স ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, কর্ণফূলী ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, এসএস স্টিল, জেনেক্স ইনফোসিস ও আইএফআইসি ব্যাংক।
আজকের বাজার/মিথিলা