দর হারানোর শীর্ষে নর্দান ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বুধবার দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নর্দান ইন্স্যুরেন্স।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের দিনের চেয়ে শেয়ার দর ৬ দশমিক ৮৮ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৪১৫ বারে ১৯ লাখ ৩৬ হাজার ২৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৬ লাখ ৬ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৬ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৭৭৩ বারে ২৭ লাখ ৮৫ হাজার ৬১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮২ লাখ ৫৩ হাজার টাকা।

বিচ হ্যাচারি লিমিটেড তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬২ শতাংশ বা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৪৫ বারে ২ লাখ ৬০ হাজার ৩৯৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ লাখ ৪৯ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে: নিটোল ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, সাফকো স্পিনিং,নিউ লাইন ক্লথিংস,মেট্রো স্পিনিং, এনভয় টেক্সটাইল, জাহিন স্পিনিং লিমিটেড।

 

আজকের বাজার/মিথিলা