দলবদলের গুঞ্জনে মূল একাদশের বাইরে হিগুয়েইন

ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছুদিন ধরেই এসি মিলান তারকা গঞ্জালো হিগুইয়েইনের দল ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। সেই বিষয়টিই হয়তবা সত্যি হতে চলেছে। বুধবার জুভেন্টাসের বিপক্ষে এসি মিলানের সুপারকেপা ইটালিয়ান কাপের লড়াইয়ে মূল একাদশে ছিলেন না এই আর্জেন্টাইন তারকা। আর সে কারনেই হিগুয়েইনের দলবদলের বিষয়টি আবারো সামনে চলে এসেছে। ম্যাচটিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ৬১ মিনিটের একমাত্র গোলে জুভেন্টাস জয় নিয়েই মাঠ ছেড়েছে।
বেশ কিছুদিনে ধরেই গুঞ্জন ছিল সাবেক নাপোলি বস মরিজিও সারের সাথে আবারো যোগসূত্র বাঁধতেই হিগুয়েইন সান সিরো ছেড়ে চেলসিতে পাড়ি জমাচ্ছেন। যদিও মিলান কোচ জেনারো গাত্তুসো ইঙ্গিত দিয়েছেন জানুয়ারিতে এই স্ট্রাইকার দল ছাড়ছেন না। কিন্তু সৌদি আরবের ম্যাচটিতে মূল একাদশে ৩১ বছর বয়সী এই স্ট্রাইকারকে রাখেননি মিলান কোচ। তার পরিবর্তে লুকাস পাকুয়েটার সাথে আক্রমনভাগে প্যাট্রি কুট্রোনের উপরই আস্থা রেখেছেন গাত্তুসো। ফ্ল্যামেঙ্গো থেকে সান সিরোতে যোগ দেবার পর এটা ছিল কুট্রোনের দ্বিতীয় ম্যাচ। এদিকে হাঁটুর ইনজুরির কারনে চার মাসের জন্য মারিও মান্দজুকিচ মাঠের বাইরে চলে যাওয়ায় জুভেন্টাসের হয়ে আক্রনভাগে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে আরো ছিলেন পাওলো দিবালা ও ডগলাস কস্তা। হাঁটুর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ফুল-ব্যাক হোয়াও কানসেলো।