দলবাজ বিচারপতিদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম আইনজীবীদের

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগকৃত দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে আজ এ আল্টিমেটাম দেয়া হয়।
সমাবেশে বক্তারা ২০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টে দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগ করতে হবে বলে আল্টিমেটাম দেন।
তারা বলেন, ২০ অক্টোবরের পর দলবাজ বিচারপতিদের বিচারকাজে অংশ নিতে দেয়া হবে না। চিহ্নিত ওই বিচারপতিরা স্বেচ্ছায় পদত্যাগ না করলে অপসারণের উদ্যোগ নিতে প্রধান বিচারপতি ও সরকারের প্রতি দাবি জানান আইনজীবীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ, আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী রফিকুল ইসলাম তালুকদার রাজা, মো. জয়নাল আবেদীন, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, এম আশরাফুল ইসলাম আশরাফ, জুলফিকার আলী জুনু প্রমুখ। (বাসস)