‘দলমত নির্বিশেষে খুলনাবাসীর জন্য কাজ করুন’

খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকসহ সকল কাউন্সিলরদের দলমত নির্বিশেষে সকল খুলনাবাসীর জন্য কাজ করার আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ জুলাই) খুলনার নগর পিতা খালেকের শপথ পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আদেশ দেন।

এর আগে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কাউন্সিলররাও শপথ পাঠ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক মানুষ সুন্দর, উন্নত জীবনযাপন করবে। সবাই অনেক ভাল থাকবে। আমরা উন্নত চিকিৎসা দিচ্ছি। হাসপাতাল থেকে শুরু করে সব রকম সুচিকিৎসার ব্যবস্থা আমরা করেছি। এছাড়া শ্রমিকদের বেতনও বৃদ্ধি করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মানুষের সুখের জন্য যেসব কাজ করে যাচ্ছি, সে প্রেক্ষিতে আপনারা দলমত নির্বিশেষে সকল খুলনাবাসীর জন্য কাজ করে যাবেন।’

আরজেড/