জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দলীয় প্রধান হিসেবে পুননির্বাচিত হওয়ার দৌড়ে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি যা বলতে গেলে ১৯৪৫ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে জাপান শাসন করে আসছে,আগামী মাসে দলটির নেতৃত্ব নির্বাচন করা হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দলটির জনপ্রিয়তা বর্তমানে অনেকটাই কমে গেছে।
টোকিওতে কিশিদা সাংবাদিকদের বলেছেন, দলের প্রেসিডেন্ট নির্বাচনে এটাই দেখাতে হবে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি পাল্টে যাচ্ছে এবং দলটি হবে একটি নতুন এলডিপি।
তবে আসন্ন এই প্রেসিডেন্ট নির্বাচনে কিশিদা প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে সাংবাদিকদের তিনি জানিয়েছেন।
এছাড়া কিশিদা সিনিয়র প্রশাসনিক কর্মকর্তাদেরও বিষয়টি জানিয়েছেন বলে জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে এবং কিওদো বার্তা সংস্থা প্রচার করেছে।
কিশিদা(৬৭) ২০২১ সালের অক্টোবর থেকে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, জাপানে ঐতিহ্যগতভাবে ক্ষমতাসীন দলের প্রধান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে থাকেন। এর অর্থ মাত্র তিন বছরের কম সময়ের মধ্যে কিশিদার প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটবে। (বাসস ডেস্ক)