দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগামী ১২ এপিল দলের কার্যনির্বাহী কমিটিতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে আজকের আলোচনার দলের অভ্যন্তরীণ দুর্বলতার বিষয়বস্তু সুপারিশ আকারে তুলে ধরা হবে। এ বিষয়ে নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।’
রবিবার (২ এপ্রিল) সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলী এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘দলের অভ্যন্তলীণ দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে করনীয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। কারণ দলের মেজর সিদ্ধান্ত দলের কার্যনির্বাহি কমিটিতে গ্রহণ করা হয়।’ তিনি বলেন, ‘বৈঠকে পার্টির শৃঙ্খলা বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। সুনামগঞ্জ ও কুমিল্লা নির্বাচন এবং আগামীতে আরো কিছু নির্বাচন রয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে।’
আগামী ১৪ এপিল পহেলা বৈশাখ উৎযাপন উপলক্ষে শোভাযাত্রা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের উল্লেখ করে তিনি জানান, শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে ২৩ গুলিস্তান দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।এর দায়িত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগের সাংস্কৃতিক কমিটি ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণকে।
তিনি আরও জানান, বৈঠকে আগামী ১৭ এপিল মুজিব নগর সরকার উৎযাপন কমিটি গঠন করা হয়েছে। দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে কমিটির প্রধান করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদাক ফরিদুন্নাহার লাঈলী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুর নাহার চাপা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, দফতর সম্পাদক আবদুস ছোবান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ূয়া প্রমুখ।