রাজনৈতিক দল ও অংশীজনেরা সবাই যার যার ভূমিকা পালন করলে দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিষয় খুবই সাধারণ। বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন বিতর্কিত হয়েছে বলা যাবে না।
ইফতেখারুজ্জামান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তবে এটাও সত্য দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে দেশের জনগণের মধ্যেও অবিশ্বাস রয়েছে।
এর আগে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার ও শুদ্ধাচার সংক্রান্ত কার্যপত্র তুলে ধরেন টিআইবির গবেষক দল। তাতে দেশের স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলের নির্বাচনী ইশতেহারের নানা দিক তুলে ধরা হয়।
আজকের বাজার/এমএইচ