রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠার ২৫ দিন আগেই দল ঘোষণা করছিল আর্জেন্টিনা। এর মাঝেই আর্জেন্টিনা পেল বড় দুঃসংবাদ। ডান হাঁটুর চোটের কারণে বিশ্বকাপের আগেই দলের অন্যতম সেরা অস্ত্রকে হারাল আর্জেন্টিনা
অনুশীলনে ডান হাঁটুতে চোট পান আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ৩১ বছর বয়সী এই গোলরক্ষক রোমেরোকে। ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার ডান হাঁটুতে ‘ব্লকেজ’ ধরা পড়েছে। ফলে রোমেরোকে যেতে হচ্ছে ছুড়ি-কাঁচির নিচে।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে বাকি দুই গোলরক্ষক চেলসির উইলি ক্যাবালেরো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি। আর রোমেরোর বিকল্প হিসেবে প্রাথমিক দল থেকে তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানের নাম ঘোষণা করতে পারে এএফএ।
এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বলেছে, ‘ডান হাঁটুতে ব্লকেজ ধরার পড়ায় ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ২৩ জনের যে দল অংশ নেবে, সেখান থেকে বাদ পড়েছেন রোমেরো। আগামী কয়েকদিনের মধ্যে তার বিকল্প গোলক্ষকের নাম জানিয়ে দেওয়া হবে।’
আজকের বাজার/আরআইএস