সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। এছাড়া দলে ঢুকেছেন দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট দল থেকে বাদ পড়া মেহেদী হাসান মিরাজও। সাইফউদ্দিন, মাশরাফীর পাশাপাশি পেসার হিসেবে আছেন মোস্তাফিজও। অন্যদিকে, টেস্টে ভালো খেলার পুরস্কার হিসেবে দলে আছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে একাদশ: চামু চিবাবা (অধিনায়ক), তিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেলর (উইকেটকিপার), সিকান্দার রাজা, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতুম্বোডজি, ডোনাল্ড টিরিপানো, ওয়েসলি ম্যাডেভরে, ক্রিস পফু, কার্ল মাম্বা।
আজকের বাজার/আখনূর রহমান