চলছে নতুন ধরণের আসর ‘দ্যা হান্ড্রেড’ এর প্রথম আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে শুরুতে ৬ বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিলো। তবে দ্যা হান্ড্রেডের সর্বশেষ প্রকাশিত প্লেয়ার্স ড্রাফটে আছে মোট ১১ বাংলাদেশি ক্রিকেটারের
ড্রাফটের প্রথম পিকে- ট্রেন্ট রকেটস- রাশিদ খান, সাউদার্ন ব্রেভ- আন্দ্রে রাসেল, নর্দার্ন সুপারচার্জারস- অ্যারন ফিঞ্চ, ওয়েলশ ফায়ার- মিচেল স্টার্ক, ওভাল ইনভিন্সিবলস- সুনীল নারাইন, ম্যানচেস্টার অরিজিনালস- ইমরান তাহির, লন্ডন স্পিরিট- গ্লেন ম্যাক্সওয়েল, বার্মিংহাম ফিনিক্স- লিয়াম লিভিংস্টোন।
দ্বিতীয় পিকে- ম্যানচেস্টার অরিজিনালস- ড্যান ভিলাস, ওয়েলশ ফায়ার- স্টিভ স্মিথ, নর্দার্ন সুপারচার্জারস- মুজিব উর রহমান, সাউদার্ন ব্রেভ- ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট রকেটস- ডি’অর্চি শর্ট।
নিজেদের রিজার্ভ প্রাইস ১ লাখ পাউন্ড রাখা সাকিব আল হাসান ও তামিম ইকবাল দল পাননি।
এ ক্রিস গেইলকে কেউ দলে ভেড়ায়নি, তাই দ্যা হান্ড্রেডে খেলা হচ্ছেনা ইউনিভার্স বসের। ক্রিস গেইলের সঙ্গে লাসিথ মালিঙ্গা ও কাগিসো রাবাদাও দ্যা হান্ড্রেডে থাকছেন না।
ট্রেন্ট রকেটস- লুইস গ্রেগরি, সাউদার্ন ব্রেভ- লিয়াম ডসন, নর্দার্ন সুপারচার্জারস- ক্রিস লীন, ওভাল ইনভিন্সিবলস- স্যাম বিলিংস, ম্যানচেস্টার অরিজিনালস- ফিল সল্ট, লন্ডন স্পিরিট- মোহাম্মদ নবি, বার্মিংহাম ফিনিক্স- কেন উইলিয়ামসন, রবি বোপারা, লন্ডন স্পিরিট- মোহাম্মদ আমির, ম্যানচেস্টার অরিজিনালস- টম অ্যাবেল, ওভাল ইনভিন্সিবলস- স্বন্দ্বীপ লামিছানে।
ট্রেন্ট রকেটস- নাথান কোল্টার নিল, সাউদার্ন ব্রেভ- শাদাব খান, নর্দার্ন সুপারচার্জারস- অ্যাডাম লিথ, ওয়েলশ ফায়ার- বেন ডাকেট, ওভাল ইনভিন্সিবলস- রাইলি রুশো, লন্ডন স্পিরিট- তুলফ ভ্যান ডার মারওয়ে, বার্মিংহাম ফিনিক্স- বেনি হাওয়েল, টম হেলম, লন্ডন স্পিরিট- মার্ক উড, ওয়েলশ ফায়ার- রবি রামপাল।
আজকের বাজার/আরিফ