আজকাল মনের ক্যানভাসে বিছিন্ন্য চিত্রপট গুলো কখনো হয় মেঘ আবার কখনো বা ঝড়ো বেগ। এমনই-ভাব ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসা আজকাল’।
নির্মাতা তুষার খান বলেন, আসছে ঈদুল ফিতরে ঈদের বিশেষ নাটক হিসেবে ‘ভালোবাসা আজকাল’ কোনো একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটক ।
নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও নাদিয়া আহমেদ। নাটকটিতে আরো অভিনয় করেছেন তানভীর কিবরিয়া, খায়রুল আলম টিপু, তানহা সরকার প্রমুখ।
হাবিব সকাল রচিত নাটকটি পরিচালনা করেছেন তুষার খান।এরই মধ্যে নাটকটির শুটিংও শেষ হয়েছে। নাটকটিতে ফুটে উঠবে এক নব দম্পতির গল্প।