টেলিভিশন গেম শো 'দশ কা দম'-এর তৃতীয় সিজন আসন্ন। আর এই শো'তে দেখা যাবে সালমান খানকে। টিভিতে দেখানো হবে শো'টির ২৬টিএপিসোড। আর শো'টির প্রতি এপিসোডের জন্য ভাইজান সম্মানী নিচ্ছেন তিন কোটি রুপি।
অনেক দিন ধরেই এই গেম শো'টিতে ফিরতে চাইছিলেন সালমান। তবে প্রয়োজনা প্রতিষ্ঠানের সাথে বনিবনা না হওয়ার পুরো ব্যাপারটা হচ্ছিল না। যাই হোক, গত বছর বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা সম্পন্ন হয়। উভয় পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেয়। এখন সবকিছু ঠিকঠাক। কাজ শুরু হবে শিগগিরই।
আরএম/