দশ মাসে রেমিটেন্স বেড়েছে ১৮ শতাংশ

২০১৭-১৮ অর্থ বছরের প্রথম দশ মাসে প্রবাসী বাংলাদেশীরা দেশে ১২,০৮৮.১৮ মিলিয়ন মাকির্ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। এর আগের অর্থ বছরের একই সময়ে দেশে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটেন্সের চেয়ে এ সময়ে আসা রেমিটেন্সের পরিমান ১৭.৫১ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পযর্ন্ত সময়ে দেশে রেমিটেন্স এসেছিল ১০,২৮৭.২৩ মিলিয়ন মাকির্ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে সোমবার এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান জানান, দেশে টাকা পাঠাতে প্রবাসী বাংলাদেশীদের উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক কিছু পদক্ষেপ নেয়ায় ২০১৭-১৮ অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। তিনি বলেন, এর আগে প্রবাসী বাংলাদেশীরা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংসহ কিছু ইনফরমাল চ্যানেল ব্যবহার করতো। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর নজরদারি বাড়ানোর কারনে ইনফরমাল চ্যানেলে দেশে টাকা পাঠানোর হার কমেছে। তিনি জানান, অবৈধ চ্যানেলে দেশে টাকা পাঠানো বন্ধ করতে বিকাশসহ মোবাইল ফাইন্যান্সিয়াল প্রোভাইডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঈদের মাসে রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে বলে তিণি আশা প্রকাশ করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ি ২০১৭-১৮ অর্থ বছরের এপ্রিলে ১,৩২৭.১৮ মিলিয়ন, মার্চে ১,২৯৯.৭৭ মিলিয়ন, ফেব্রুয়ারিতে ১,১৪৯.০৮ মিলিয়ন, জানুয়ােিত ১,৩৭৯.৭৯ মিলিয়ন, ডিসেম্বরে ১,১৬৩.৮২মিলিয়ন, নভেম্বরে ১,২১৪.৭৫ মিলিয়ন, অক্টোবরে ১,১৬২.৭৭ মিলিয়ন, সেপ্টেম্বরে ৮৫৬.৮৭মিলিয়ন. অগস্টে ১,৪১৪.৫৮ মিলিয়ন এবং জুলাইয়ে ১,১১৫.৫৭ মিলিয়ন মাকির্ন ডলার রেমিটেন্স দেশে এসেছে।

২০১৬-১৭ অর্থ বছরের এপ্রিলে ১,০৯২.৬৪ মিলিয়ন, মার্চে ১,০৭৭.৫২ মিলিয়ন, ফেব্রুয়ােিত ৯৪০.৭৫ মিলিয়ন, জানুয়ােিত ১,০০৯.৪৭মিলিয়ন, ডিসেম্বরে ১,১৬৩.৮২ মিলিয়ন, নভেম্বরে ১,২১৪.৭৫ মিলিয়ন, অক্টৈাবরে ১,১৬২.৭৭ মিলিয়ন, সেপ্টেম্বরে ৮৫৬.৮৭ মিলিয়ন, আগস্টে ১,৪১৮.৫৮ মিলিয়ন, এবং জুলাইয়ে ১,১১৫.৫৭ মিলিয়ন মাকির্ন ডলার আসে।

গত মার্চ মাসে রাষ্ট্রমালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংক যথাক্রমে অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক এবং বিডিবিএল ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স এসেছে ৩২৬.৫৬ মিলিয়ন মাকির্ন ডলার এবং একমাত্র রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এ সময়ে দেশে রেমিটেন্স এসেছে ১০.৯৩ মিলিয়ন মাকির্ন ডলার।

এ সময়ে অগ্রণী ব্যাংকে ১৩০.৩৫ মিলিয়ন, জনতা ব্যাংকে ৭৯.৯৮ মিলিয়ন, রূপালী ব্যাংকে ১৫.৩১ মিলিয়ন, সোনালী ব্যাংকে ১০০.৭৭ মিলিয়ন, এর্ব বেসিক ব্যাংকে ০.১৫ মিলিয়ন মাকির্ন ডলার রেমিটেন্স এসেছে।

পাশাপাশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৯৭৫.৫৭ মিলিয়ন মাকির্ন ডলার রেমিটেন্স দেশে এসেছে। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসেছে সবোর্চ্চ পরিমান ২৬৬.১৯ মিলিয়ন এবং ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৬.৩৯ মাকির্ন ডলার।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বলেন, রেমিটেন্স প্রবাহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কর্তৃপক্ষ লিগ্যাল চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স দেশে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা প্রবাসীদের জন্য লিগ্যাল চ্যানেলের প্রক্রিয়া সহজতর করার চেষ্টা করছি। এ লক্ষ্যে আমরা বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের সঙ্গে আমরা চুক্তি স্বাক্ষর করেছি।

আজকের বাজার/ এমএইচ