কয়রা-পাইকগাছা সড়কের শিববাটি ব্রিজের সামনে নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন সড়কে শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত মফিজুল তলফদার (৪৫) পাইকগাছার লক্ষী খোলার মৃত মহিউদ্দিন তলফদারের ছেলে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, সকাল ৭টার দিকে কৃষি কলেজের সামনে রাখা একটি ট্রাকে ছিলেন মফিজুল। এসময় খুলনা থেকে কয়রাগামী পাথর ভর্তি আরেকটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থালেই মফিজুল মারা যায়।