দাউদকান্দিতে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান

কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে দাউদকান্দি উপজেলার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন কর হয়। আজ সকাল ১০টায় দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস সরকার মুক্তিযুদ্ধের গল্পে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানের কথা তুলে ধরে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি গল্প বলেন।

কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মিহিন উল্যাহ। এসো মুক্তিযুদ্ধের গল্প অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানসহ মোট ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান