জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের বড়গোয়ালী গ্রামের এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে সোমবার রাত সাড়ে ৯টায় দাউদকান্দি মডেল থানা পুলিশ ১২ কেজি ওজনের একটি বিষ্ণ মূর্তি উদ্ধার করেছে ।
এলাকাবাসী জানান, উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ইউসুফ বুলবুল গত দেড় মাস যাবৎ ১২ কেজি ওজনের বিষ্ণ মূর্তিটি গোপনে বিক্রির চেষ্টা করছিলেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বাসসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্রাচীন মূর্তিটি উদ্ধার করেন। গত দেড় মাস আগে ড্রেজারে মাটি কাটতে গিয়ে বিষ্ণ মূর্তিটি পান ওই শিক্ষক।