জেলার দাউদকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৪’টি ড্র্রেজার মেশিন ধ্বংস করেছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর, নতুনবাজার, পিপইয়াকান্দি ও দোঘর এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা বলেন, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ড্রেজার মালিকরা পালিয়ে যান। এ সময় চারটি ড্রেজার মেশিনসহ দুই হাজার ফুট পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযানে সহযোগিতা করেন দাউদকান্দি থানার পুলিশের একটি টিম। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান