দাওয়াত দিতে মোদির বাসায় বিরুষ্কা

ইতালিতে বিয়ে ও ফিনল্যান্ডে মধুচন্দ্রিমার পর দু’দিন আগেই দেশে ফিরেছেন তারকা জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বিয়েটা দেশের বাইরে খুব ছোট পরিসরে করলেও ভারতে বড় আকারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করবেন ভারতীয় অধিনায়ক ও বলিউড অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দিল্লি ও মুম্বাই এই দুই জায়গাতে অনুষ্ঠিত হবে বিরুশকার বিবাহত্তোর সংবর্ধনা।

প্রথমে নয়াদিল্লিতে দুই পরিবারের আত্মীয়-স্বজন ও কাছের সব মানুষকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে দুই পরিবারের লোকজনদের নিমন্ত্রণ জানাচ্ছেন কোহলি-আনুশকা। বুধবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় এই তারকা জুটি উপস্থিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসায়। এদিন রাতেই ভারতীয় প্রধানমন্ত্রীর বাসায় তাদের তিনজনের একটি ছবি ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, মোদির হাতে একটি ব্যাগ তুলে দিচ্ছেন কোহলি, তার পাশে দাঁড়িয়ে আনুশকা। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে হতে যাওয়া বিবাহোত্তর সংবর্ধনার দাওয়াত দিতেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসায় গিয়েছিলেন কোহলি-আনুশকা দম্পতি। পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে নরেন্দ্র মোদি, এই নব দম্পতিকে অভিনন্দনও জানিয়েছেন।

বৃহস্পতিবার নয়াদিল্লির অনুষ্ঠান শেষে আগামী মঙ্গলবার ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে আরেকটি বিবাহত্তোর সংবর্ধনার অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবে বলিউড ও ক্রিকেট অঙ্গনের তারকারা। এরপর নতুন বছরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে কোহলি ও তার দল। সঙ্গে আনুশকারও যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেই নতুন বছরকে একসাথে বরণ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে এই সদ্য বিবাহিত দম্পতির

আজকের বাজার: আরআর/ ২১ ডিসেম্বর ২০১৭