খুলনার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের একটি বিল থেকে এক জেলের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম নাসির সানা (৩৭)। নিহত নাসির সানা জয়নগর গ্রামের রাজ্জাক সানার ছেলে।
ময়নাতদন্তের জন্য নাসিরের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকালে নাসির সানা মাছ ধরার জন্য বিলে যান। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। দেরি দেখে তার স্ত্রী ও মেয়ে বুধবার সকালে তাকে খুঁজতে বের হন।
তারা ওই বিলে গিয়ে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় নাসিরের লাশ দেখতে পান। লাশটি মাছধরা জাল দিয়ে ঢাকা ছিল।
স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে দাকোপ থানার এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরাকে কেন্দ্র করে বিল ইজারাদার আব্দুল লতিফের সঙ্গে নাসির সানার বিরোধ ছিল। ইতোপূর্বে এ নিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে নাসির সানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
আজকের বাজার/একেএ