ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বসুরহাট শাখার অধীনে দুধমুখা বাজার উপশাখা ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার ফেনী জেলার দাগনভুঞার দুধমুখা বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বসুরহাট শাখাপ্রধান মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ এ এস এম হামিদ শহীদ উল্যাহ। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।