জেলার দাগনভূঞা পৌরসভার নির্বাচনে আজ সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে বিকের ৪টা পর্যন্ত ভোট চলবে। সকাল ৮টা হতে ৯ ওয়ার্ডের ১৩ কেন্দ্রে এ ভোট গ্রহণ চলছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন পাটোয়ারী জানান, পৌর এলাকায়২৪ হাজার ৭৯০জন ভোটার রয়েছে। ১৩জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭৮জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১৪৬জন পোলিং অফিসার ভোট গ্রহণ কাজে নিয়োজিত রয়েছেন।
প্রতি কেন্দ্রে ৮জন পুলিশ সদস্য ও ৯জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।
জেলা প্রশাসক জানান, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী কেন্দ্রগুলোতে দায়িত্বপালন করছেন।
উল্লেখ্য, নির্বাচনে ৪জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।