দাঙ্গার পর মারা যাওয়া মার্কিন ক্যাপিটল পুলিশ কর্মকর্তাকে সম্মান জানিয়ে সমাহিত করা হবে

যুক্তরাষ্ট্রে গত ৬ জানুয়ারি ট্রাম্পপন্থী দাঙ্গাবাজদের হামলায় আহত হওয়ার পর মারা যাওয়া মার্কিন ক্যাপিটল পুলিশ কর্মকর্তাকে এ ভবনের রোটুনডায় যথাযথ সম্মান জানিয়ে সমাহিত করা হবে। শুক্রবার আইনপ্রণেতারা একথা জানান। খবর এএফপি’র।
কংগ্রেসের বিভিন্ন হলে দল বেধে ঢুকে পড়া দাঙ্গাবাজদের ঠেকাতে লড়াই করার সময় ব্রিয়ান সিকনিক মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন।
ক্যাপিটল পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনীর ৪২ বছর বয়সী এ সদস্য কংগ্রেসের আঙ্গিনা রক্ষা করে তার ডিভিশন দপ্তরে ফিরে যান। সেখানেই তিনি মাথায় আঘাত পেয়ে পড়ে যান এবং তাকে হাসপাতালে নেয়া হয়।
তারা জানান, তিনি পরের দিন মারা যান। এনিয়ে সংহিস হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়ায়।
শুক্রবার এক বিবৃতিতে স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক স্কুমার বলেন, ব্রিয়ান সিকনিকের মৃত্যুতে মার্কিন কংগ্রেস সম্মিলিতভাবে শোক ও কৃতজ্ঞতাবোধ প্রকাশ করে। তারা এ কর্মকর্তা সেবা ও আত্মত্যাগের আন্তরিক প্রশংসা করেন।
বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রতিনিধি পরিষদ ও সিনেটের পক্ষে যথাযথ সম্মান জানিয়ে সিকনিককে সমাহিত করে তার প্রতি শ্রদ্ধা জানানো আমাদের বড় অগ্রাধিকার।