রক্তনালীতে টিউমার রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বহুল আলোচিত সাতক্ষীরার শিশু কন্যা মুক্তামণিকে তার দাদার কররের পাশে চিরনিদ্রায় শয়িত করা হয়েছে।
বুধবার (২৩ মে) জোহরের নামাজের পর বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কামারবায়সা জামে মসজিদের পার্শ্ববর্তী মাঠে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।
এর আগে দু’দফা মুক্তামণিকে গোসল করানো হয়। প্রথম দফায় গোসলের পর তার কাফনের কাপড় রক্তে ভিজে যায়। পরে আবারও তাকে গোসল করানো হয়। তার জানাজার জানাজে এলাকার শত শত মানুষ শরীক হন।
বুধবার ভোর ৬টা ৫৯ মিনিটে নিজবাড়িতে রক্তনালী টিউমার রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাঃস ত্যাগ করেনে মুক্তামণি।
মুক্তামণি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। মুক্তামনির যমজ বোন হিরামনি। বোনের মারা যাওয়া সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে যায়।
এদিকে মুক্তামণির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা সদর হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ জামিল ও ডিডিএলজি শাহ আব্দুল সাদীসহ একাধিক সরকারি-বেসরকারি কর্মকর্তা মুক্তামণিকে দেখতে যান। এবং তারা শোকার্ত পরিবারকে শান্তনা দেন।
আজকের বাজার/ এমএইচ