শচীন টেন্ডুলকার ব্যাট হাতে করেছেন অসংখ্য রেকর্ড। এবারও রেকর্ড করলেন তবে দান করে।নিজের বেতনের পুরো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে তিনি স্থাপন করলেন অনন্য এক দৃষ্টান্ত।
রাজ্যসভার সাংসদ হিসেবে শচিনের মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি। গত ৬ বছরে বেতন ভাতা বাবদ তিনি প্রায় ৯০ লক্ষ টাকা আয় করেন। এর পুরোটাই তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দিয়েছেন।
শচীনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে তাকে চিঠি পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের সহযোগিতায় এই টাকা ব্যয় করবে সরকার।
আজকের বাজার/আরজেড