৭ মের পর দাবি মানা না হলে সারা দেশ অচল করে দেয়ার হুমকি দিয়েছেন আন্দালনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে এ কথা জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আন্দোলন স্থগিত আছে তবে একে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
সোমবার শিক্ষার্থীদের সঙ্গে প্রায় দেড় ঘন্টা ধরে চলা বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
আজকের বাজার/আরজেড