দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজিউন)। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বিশ্বাস দর্শনা কেরু এন্ড কোম্পানিতে চাকরি করতেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ছোটবলদিয়া গ্রামে নিজ বাড়িতেই বসবাস করতেন। আব্দুস সামাদ বিশ্বাস পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোটবলদিয়া গ্রামের স্কুলপাড়ার মৃত ইউসুপ আলী বিশ্বাসের ছেলে।
রোববার সকাল ৮টায় দামুড়হুদা উপজেলা প্রশাসন ও দামুড়হুদা উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ।
পরে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একদল চৌকস পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। সকাল ৮টায় জানাজা শেষে ছোটবলদিয়ার পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।