দামেস্ক’র বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিয়েছে। সোমবার সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে ইসরাইল ধারাবাহিকভাবে এখানে অভিযান চালিয়ে আসছে। তাদের এসব হামলার প্রধান লক্ষ্য হচ্ছে ইরানী ও লেবাননের হিজবুল্লাহ বাহিনী এবং সরকারি সৈন্য।
সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সানা জানায়, মধ্যরাতের পরপরই ‘ইসরাইলি শত্রু বাহিনী অধিকৃত গোলান ও গালিলী থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।’
সূত্র জানায়, দামেস্ক’র কাছে বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তারা আরো জানায়, এসব ক্ষেপণাস্ত্র হামলার ‘অধিকাংশ’ সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী ঠেকিয়ে দেয়।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, গত ১৩ জানুয়ারি সিরিয়ার পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় ৫৭ সরকারি সৈন্য ও তাদের মিত্র যোদ্ধা নিহত হয়।