সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সেনা অবস্থান লক্ষ্য করে ইসরাইলী হামলায় একজন সিরীয় সৈন্য নিহত এবং আরো তিনজন আহত হয়েছে।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বুধবার এ কথা জানায়।
সূত্র জানায়, উত্তরাঞ্চলীয় গালিলি থেকে ইসরাইলী বাহিনী নবী হাবিল এলাকায় সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী লক্ষ্য করে আজ (২২:৩০ জিএমটি) আগ্রাসনমূলক বিমান হামলা চালিয়েছে।
সামরিক সূত্র আরো জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনী কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ সময় একজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছে।