সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সিরিয়ার সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরাইল দখলকৃত সিরীয় গোলান মালভূমি থেকে মঙ্গলবার রাতে দামেস্কের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে।
তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে সংস্থার খবরে উল্লেখ করা হয়।
এর আগে সানার খবরে দামেস্ক প্রদেশের জাবাল আল মানিয়া এলাকায় ইসরাইলী হামলার কথা বলা হয়েছে।
সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল দেশটিতে শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইরান ও লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়ার সরকারি বাহিনী লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।