ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের শেয়ার দর বাড়ার কোন কারন নেই বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই কর্তৃপক্ষ। সোমবার, ২৮ নভেম্বর ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি ড্রাগণ সোয়েটারের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ে।
গত ১৫ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৯.৪ টাকা। যা ৮ কার্যদিবসে ৬.৭ টাকা বা ৭১ শতাংশ বেড়ে ২৭ নভেম্বর লেনদেন শেষে ১৬.১ টাকায় দাড়িয়েছে।
কোম্পানিটির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।
এক্ষেত্রে ড্রাগণ সোয়েটার কর্তৃপক্ষ জানিয়েছেন, শেয়ার দর অস্বাবিকভাবে বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।