ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টি কোম্পানির শেয়ার্র্
ডিএসইতে মোট ৩৩৫ টি কো¤পানির ৯ কোটি ২৪ ল ৩৬ হাজার ৯৪৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এতে রোববার মোট লেনদেনের পরিমাণ ৩৪৪ কোটি ৩৫ লাখ ১হাজার ১৭৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২৪ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৪৭ দশমিক ১৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ২২৬০ দশমিক ৫৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১০ দশমিক ০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, ন্যাশনাল ব্যাংক লিঃ, গ্রামীণ ফোন, গোল্ডেন হারভেস্ট, দেশবন্ধু পলিমার, বিডি থাই, ওয়েস্টার্ণ মেরিন, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউবস্ লিঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- ইস্টার্ণ কেবলস, ইউনাইটেড ইন্সুরেন্স, দেশবন্ধু পলিমার, ওয়েস্টার্ণ মেরিন, রেনউইক যঙ্গেশ্বর, মুন্নু স্টাফলার, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল টিউবস, এসিআই ফরমুলেশন ও ন্যাশনাল ব্যাংক লিঃ।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- মেঘনা কন্ডেন্সড মিল্ক, সিএপিএম বিডিবিএল মি. ফা., ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, শাহজালাল ইসলামি ব্যাংক লিঃ, এশিয়া প্যাসেফিক ইন্সুঃ, সিভিও পিআরএল, পিএইচপি মি. ফা-১, আজিজ পাইপস, ইস্টার্ণ হাউজিং ও মেঘনা পেট।
আজকের বাজার: ওএফ/ ২১ জানুয়ারি ২০১৮