দায়েশ-বিরোধী লড়াইয়ে সহায়তার জন্য ইরানের প্রশংসা করলেন ইরাকি প্রধানমন্ত্রী

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক প্রশংসা করেছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি। বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদির সঙ্গে এক বৈঠকে মুস্তাফা আল-কাজেমি এই প্রশংসা করেন।

বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী দুই পক্ষের স্বার্থ নিয়ে কথা বলেন এবং আলজিয়ার্স চুক্তি অনুসারে ব্যাংকিং সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, ইরানের খুররামশাহর থেকে ইরাকের বসরা নগরী পর্যন্ত রেল যোগাযোগ এবং দুই দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে ইরাকি প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রতিষ্ঠার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, ইরান ও ইরাক ভাতৃপ্রতিম এবং বন্ধুপ্রতিম দেশ।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য মুস্তাফা আল-কাজেমিকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। তিনি দু দেশের মধ্যে সবক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো ঘনিষ্ঠ করার আহ্বান জানান।সূত্র: পার্সটুডে