সম্প্রতি দারাজের সপ্তম বর্ষপূর্তি সেলে সর্বাধিক বিক্রিত ব্র্যান্ডে পরিণত হয়েছে রিয়েলমি। এই ক্যাম্পেইনে রেকর্ড সংখ্যক রিয়েলমি ফোন বিক্রি হয় যা একে সর্বাধিক বিক্রিত ব্র্যান্ডে পরিণত করেছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়েলমি জানায়, এই ক্যাম্পেইন চলাকালীন স্মার্টফোন ব্যবহারকারী ও অনুরাগীদের জন্য নির্দিষ্ট কিছু ফোনে আকর্ষণীয় অফার দেয়া হয়েছে। এর মধ্যে সি২১ (৩/৩২), সি২১ (৪/৬৪), সি২০এ, সি২৫ এস (৪/৬৪), সি২৫ এস (৪/১২৮), রিয়েলমি ৮ প্রো ও নারজো ৩০ রয়েছে। এছাড়া রিয়েলমি ফ্যানরা সাত শতাংশ পর্যন্ত ছাড়ে ফোন কেনার সুযোগ পেয়েছেন। পাশাপাশি প্রি-পেমেন্টে আরও ১০ শতাংশ পর্যন্ত ছাড় পেয়েছেন।
দারাজের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন বলেন, ‘আমাদের সেলাররা ও সহযোগীরা আমাদের প্রিয় অংশীদার যাদের সাথে আমরা বাজারে শীর্ষস্থানীয় হওয়ার আনন্দ সবসময়ই ভাগাভাগি করে নেই। রিয়েলমির মতো ব্র্যান্ডের নতুন পরিচিতির কোন প্রয়োজন নেই এবং গতবারের মত এবারও রিয়েলমি দারাজের সপ্তম বর্ষপূর্তি ক্যাম্পেইনে ‘টপ সেলিং’ ব্র্যান্ড হয়ে উঠেছে।’ খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান