দায়িত্বজ্ঞানহীন কথা বললে তা উসকানিমূলক হয়: কাদের

ছবি : ইন্টারনেট

সরকার স্পর্শকাতর সময় অতিক্রম করছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই সময়ে নেতাদের দায়িত্বশীল কথা বলা উচিত, দায়িত্বজ্ঞানহীন কথা বললে তা উসকানিমূলক হয়। তাই দায়িত্বজ্ঞানহীন কথা না বলার অনুরোধ করছি।

আজ বুধবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অাগামী নির্বাচনেও অাওয়ামী লীগকে বিজয়ী হতে হবে। নির্বাচনী প্রচারণায় তাই সতর্ক হতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল, উন্নয়নশীল রাষ্ট্রের সুফল জনগণ না পেলে তা ফলপ্রসূ হবে না। তাই ক্ষমতার দাপট দেখাবেন না।

সাম্প্রদায়িক শক্তির সাথে সংশ্লিষ্টতা অাছে দলে এমন কারো অনুপ্রবেশ না ঘটে; যাতে অাদর্শ বিরোধী কেউ, সাম্প্রদায়িক, সন্ত্রাসী, চাঁদাবাজ কেউ দলে ঢুকতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।

এস/