শ্রীলংকার নতুন অর্থমন্ত্রী আলী সাব্রি মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ পদে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে তাকে নিয়োগ দেয়ার মাত্র এক দিন পর তিনি পদত্যাগ করলেন। এ দ্বীপ রাষ্ট্রটি এখন চরম অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে। খবর এএফপি’র।
সাব্রির দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমি অসুবিধার কারণে দু:খ প্রকাশ করছি। তবে আমি বিশ্বাস করি আমি সর্বতোভাবে দেশের স্বার্থে সর্বদা কাজ করি।’ এ বিবৃতিতে আরো বলা হয়, দেশের বিভিন্ন সমস্যা সমাধানে ‘নতুন ও প্ররোচক এবং লৌকিকতাবর্জিত পদক্ষেপ’ গ্রহণ প্রয়োজন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান