চলতি মেয়াদের পর পাকিস্তানের প্রধান নির্বাচকের পদে আর না থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইনজামাম উল হক। ইনজামাম জানিয়েছে, নতুন করে আর এই দায়িত্ব নিতে আগ্রহী নন তিনি।
এক সংবাদ সম্মেলনে বিগম্যান ইনজি বলেন, আমি মনে করি এটিই সরে যাওয়ার সঠিক সময়। ৩০ তারিখ আমার মেয়াদ শেষ হবে। এবার নতুন কেউ দায়িত্ব নিক।
ইনজামাম আরো বলেন, ইংল্যান্ড থেকে ফিরেই আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছে যে এই পদে আর থাকতে চাই না। ২০১৬ সালে আম প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলাম। দারুণ একটি সময় পার করেছি পাকিস্তান দলের সাথে। এখন মনে করছি নতুন কারো আসা উচিত যে নতুন চিন্তা ভাবনা দিয়ে দল গড়বেন।
ইনজামাম বলেন, আশা করি পিসিবি ও দল আমার সিদ্ধান্তকে সম্মান জানাবে।
আজকের বাজার/লুৎফর রহমান