দায়িত্ব পালনকালে পুলিশের মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর

দায়িত্ব পালন কালে পুলিশ মুঠোফোন ব্যবহার করতে পারবে না। পুলিশের অনিয়ন্ত্রিতভাবে মুঠোফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। এটি কার্যকর হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি থেকে। এতে বলা হয়েছে— পুলিশ সদস্যরা এই আদেশ না মানলে ‘কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য হবে’।

পুলিশ সদর দফতরের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে দাফতরিক বা জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করছেন। এতে যথাযথ দায়িত্ব পালন ব্যাহত হওয়ার পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা, নিজের নামে ইস্যুকৃত অস্ত্র-গুলি ও সরকারি সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

এস্কর্ট ডিউটি ও ভিভিআইপি ডিউটিসহ সব ধরনের অপারেশন বা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

এমআর/