দায় মেনে নিয়ে জাকারবার্গের দুঃখ প্রকাশ

ফেসবুক ব্যহারকারীদের তথ্য চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ।

মঙ্গলবার কংগ্রেসে মার্কিন সিনেটের কমার্স ও জুডিসিয়ারি কমিটির সামনে হাজির হন জাকারবার্গ।এ সময় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ব্যবহারকারীদের তথ্য চুরির ঘটনার দায় মেনে নেন জাকারবার্গ।

তিনি বলেন, গ্রাহকদের তথ্য সংরক্ষণে ব্যর্থ হয়েছে ফেইসবুক। ব্যক্তিগত এসব তথ্য রাজনৈতিক কাজে ব্যবহার করেছে কেমব্রিজ অ্যানালিটিকা। ব্রিটেনের তথ্য বিশ্লেষক সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকা মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে ফেসবুকের ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে।

তবে এরপর থেকে ব্যবহারকারীদের কোনো তথ্য যেন চুরি না হয়, সেদিকে ফেইসবুক সতর্ক নজর রাখবে বলে জানিয়েছেন জাকারবার্গ।

আজকের বাজার/আরজেড