দিদারুল ও মিনহাজের সাতদিনের রিমান্ড আবেদন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভুইয়া ও ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমনকে আদালতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ।

র‍্যাব জানায়, তারা বেশ কয়েকদিন ধরে রাষ্ট্রবিরোধী প্রচারনা করছিলেন। তাই লেখক, সাংবাদিকসহ এরকম ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীতে একটি মামলা হয়। সেই মামলায় গতকাল রাজধানীর বাড্ডা ও বনানী থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাদের রমনা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

আজ দুপুরে তাদের আদালতে এজলাসে নিয়ে রিমান্ড আবেদন করলো পুলিশ। একই মামলায় গতকাল কার্টুনিস্ট আহমেদ কিশোর ও ব্যবসায়ী মোস্তাক আহম্মেদকে রিমান্ড আবেদন করা হয় না, জামিন বাতিল করে কারাগারে পাঠান আদালত।