বর্ণাঢ্য ও উৎসবমূখর পরিবেশে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দোয়া, মিলাদ, আনন্দ শোভাযাত্রা, প্রতিনিধি সম্মেলন ও অনলাইন সাংবাদিকতায় প্রশিক্ষণ, সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ কর্মসূচিতে মঙ্গলবার সকাল ৯টায় পত্রিকাটির কার্যালয়ে দোয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় এসে শেষ হয়। র্যালি উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)জাহেদ পারভেজ চৌধুরী। এসময় চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন নির্বাহী সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-সম্পাদক আব্দুল গনি, সহকারী বার্তা সম্পাদক দেওয়ান আব্দুস সালাম, সিনিয়র করেসপন্ডেন্ট আশিক বিন রহিম, মাজহারুল ইসলাম অনিক, শরীফুল ইসলাম, করেসপন্ডেন্ট কবির হোসেন মিয়াজী, মডারেটর ইমতিয়াজ আহমেদ, মো.সামছুদ্দিন আহমেদ, কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নু, মতলব উত্তরের খান কামাল হোসেন, মতলব দক্ষিণের-মাহফুজ মল্লিক, ফরিদগঞ্জের শিমুল হাসান, স্পেশাল করেসপন্ডেন্ট মনিরুজ্জামান বাবলু, হাইমচরের ইসমাইল হোসেন ও করেসপন্ডেন্ট এবি এম সিদ্দিক। বিকালে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
চাঁদপুর টাইমসের প্রতিষ্ঠাতা প্রধান বার্তা সম্পাদক মোসাদ্দেক আল আকিবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পার্সন দৈনিক যুগান্তরের হেড অব ইনভেস্টিগেশন মিজান মালিক, বার্তা সংস্থা ইউএনবি’র বাংলা সার্ভিসের প্রধান রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম আহসান উল্লাহ্, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক প্রকাশক জাকির হোসেন, দৈনিক ইলশে পাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক কেএম মাসুদ, চাঁদপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি বিপ্লব সরকার, চাঁদপুর টাইমসের সাবেক সম্পাদক মিজানুর রহমান রানা।
অতিথি ও উপস্থিত সাংবাদিকদেরকে চাঁদপুর টাইমসের সাফল্য সামগ্রিক অবস্থান প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে চাঁদপুর মঞ্চের শিল্পীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদ গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর সংবাদের প্রকাশক ও সম্পাদক আব্দুর রহমান, দৈনিক চাঁদপুর দিগন্তের প্রকাশক ও সম্পাদক অ্যাড. শাহজান মিয়া, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এম আর ইসলাম বাবু, সাপ্তাহিক আমাদের অঙ্গিকারের প্রকাশক ও সম্পাদক শরীফ মোহাম্মদ আশ্রাফুল হক, চাঁদপুর নিউজের সম্পাদক ডা. জামান পলাশ, প্রিয় চাঁদপুর ডট কমের সম্পাদক সাইফুল ইসলাম সিফাত প্রমূখ।
এর আগে, মুহাম্মদ আল-আমিনের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় অনুসন্ধানী সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ দেন দৈনিক যুগান্তরের হেড অব ইনভেস্টিগেশন ও যমুনা টেলিভিশনের টিম থ্রি সিক্সটি ডিগ্রির সম্পাদক মিজান মালিক, সাংবাদিকতার মৌলিক বিষয়ে প্রশিক্ষণদেন বার্তা সংস্থা ইউএনবির বাংলা সার্ভিসের প্রধান রাশেদ শাহরিয়ার পলাশ। সকাল ৯ টায় টাইমস কার্যালয় মিলাদ ও দোয়ার মাধ্যমে শুরু কর্মসূচিতে বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব দ্বিতীয় তলায় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, সহ-সম্পাদক আবদুল গনি, দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক কেএম মাসুদ, নির্বাহী সম্পাদক ডা. মাসুদ হাসান, চাঁদপুর টাইমসের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, দৈনিক মতলবের আলোর সহ সম্পাদক অভিজিত রায়, যুগ্ম বার্তা সম্পাদক আশিক বিন রহিম, স্পেশাল করেসপন্ডেন্ট মনিরুজ্জামান বাবলু, স্টাফ করেসপন্ডেন্ট খান মোহাম্মদ কামাল প্রমূখ। এসময় প্রতিনিধিদের মাঝে ব্লেজার, আইডি কার্ড ও অন্যান্য উপহার প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুর টাইমস ও দৈনিক মতলবের আলোর সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ অংশ নেন। সমাপনীতে কুইজের পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান