দিনভর বৃষ্টি হবে আজ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রোববার দ্বিতীয় দিনের মতো সারাদেশে বৃষ্টি হবে। তবে রাজধানী ঢাকায় বৃষ্টির পরিমাণ হবে খুবই কম। আবহাওয়া অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস হচ্ছে, আগামীকাল সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। আজ দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে।

গত শুক্রবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়। এটি শনিবার রাত ৯টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এর প্রভাবে সারাদেশেই কিছুটা বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে আছে ঝড়ো বাতাস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সব নদী বন্দর ও কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে, ৬২ মিলিমিটার। একই সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টির মাত্রা ছিল ১৫ মিলিমিটার।

আজকের বাজার:এলকে /এলকে ১০ ডিসেম্বর ২০১৭