স্থায়ী নিয়োগ, বকেয়া বেতন, প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকদের ২য় দিনের কর্মবিরতি চলছে।এসময় বিভিন্ন স্লোগান দিয়ে তারা খনির গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
এদিকে শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে খনি এলাকার ক্ষতিগ্রস্ত ২০ গ্রাম সমন্বয় কমিটির নেতারা বলেছেন, শ্রমিকসহ গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শ্রমিক নেতারা জানান, গেল ২৬শে এপ্রিল খনি কর্তৃপক্ষকে তাদের দাবি এবং আজকের কর্মবিরতির বিষয়ে আল্টিমেটাম দেয়া হলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি ।
খনির ব্যবস্থাপনা পরিচালক জানান, কর্মবিরতির কারণে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহে কোন সমস্যা হবেনা। তবে, শ্রমিকদের কর্মবিরতির ফলে কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
আরজেড/