দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে নতুন করে ৩২ জন শিক্ষার্থী পাস করেছে। এছাড়া ১৫ জন জিপিএ ৫ পেয়েছে।
শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুনুর রশিদ মন্ডল জানান, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ২১ হাজার ২১০ জন শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে ১৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে, ৩২ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন করে ১৫ জন জিপিএ ৫ পেয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই এইসএসসির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। বোর্ডে শিক্ষার্থীদের পাশের হার ছিল ৭১.৭৮ শতাংশ এবং জিপিএ ৫ পায় চার হাজার ৪৯ জন।