দিনাজপুর শহরের মিশন রোডে সার্কিট হাউজের সামনে রবিবার সকালে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আপেল ইসলাম (২৮) পেশায় মোটরসাইকেল মিস্ত্রি ও বিরল উপজেলার দোগাছী গ্রামের বাসিন্দা।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে দোকানে গ্রাহকের মোটরসাইকেল ঠিক করার পর চালিয়ে পরীক্ষা করছিলেন আপেল ইসলাম। এ সময় সামনের দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আজকের বাজার/লুৎফর রহমান