দিনাজপুরে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

দিনাজপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বুধবার (৩০মে) সকাল সাড়ে ৯টা দিকে শহরের বালুয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, জাহাঙ্গীর আলম (২০), করিমুল ইসলাম (২৭) ও রানা (২৫)। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিরল থেকে দিনাজপুরগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।’

এসএম/রাসেল