দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (১২ জুন) ভোর রাত ৪টার দিকে রংপুর-পঞ্চগড় সড়কের বীরগঞ্জ পৌর শহরের শালবন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শাহিন। নিহত শাহিন বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ পল্লী উন্নয়ন একাডেমি এলাকার মো. মোস্তফার ছেলে।
বীরগঞ্জ থানার এসআই মো. দুলাল হক জানান, বগুড়া হতে মুরগী নিয়ে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে যাচ্ছিল একটি পিকআপভ্যান (বগুড়া-ন-১১-১১৬০)। পথে বীরগঞ্জ পৌর শহরের শালবন মোড়ে ঠাকুরগাঁও হতে আসা ঢাকাগামী মাছবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১১-৬৭৪০) সঙ্গে ওই পিকআপের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালকসহ চারজন আহত হয়।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক শাহিনকে মৃত বলে ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ওসি সাকিল পারভীন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/একেএ