জেলায় র্যাব সদস্যরা আজ ও গতকাল পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে।
আটকরা, সদর উপজেলার মাধবপুর মন্ডলপাড়ার মৃত বদিউজ্জামান’র পুত্র মোঃ আব্দুস সালাম (৩৮) ও সাং-পাটুয়াপাড়ার নূরুল ইসলাম’র পুত্র মোঃ সেলিম (৩০) ও বিরল উপজেলার গোলাপবাগ এলাকার মো: শাহজাহান আলীর পুত্র মো: সেলিম(২৬)। র্যাব সূত্র জানায়,আজ ভোর ৬টায় জেলার কোতয়াালী থানার মাধবপুর হাট এলাকা থেকে আব্দুস সালাম ও মো; সেলিমকে আটক করা হয়। এ সময় ১৮৪ বোতল ফেন্সিডিল ও১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়
অপরদিকে গতকাল বুধবার মধ্যরাতে সদর উপজেলার গোলাপবাগ এলাকায় আরো একটি অভিযান চালিয়ে ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম (২৬) কে আটক করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘ দিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।